মোঃ আল-আমিন ইসলাম নীলফামারী প্রতিনিধি:
সারা বাংলাদেশে নারী নির্যাতন, ধর্ষণ, ও নারীদের হয়রানি, এবং আছিয়া ধর্ষণের প্রতিবাদে নীলফামারীর জলঢাকা সরকারি কলেজ ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত
প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এ সময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মমতাজুল হক মিঠু যুগ্ম আহ্বায়ক মোঃ হারুনুর রশিদ পৌর ছাত্রদলের সদস্য সচিব মোঃ মেনহাজুল ইসলাম সহ জলঢাকা সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা সহ মানববন্ধনে অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা বলেন প্রতিদিন এই থেমে নেই ধর্ষণ, এ যেন ধর্ষণের মহা উৎসব আমাদের দেশে। এসময় শিক্ষার্থীরা প্রশাসনিকদের উদ্দেশ্য করে বলেন ধর্ষণ প্রতিরোধে আপনারা যদি কাজ করতে না পারেন, সাধারণ মানুষদের নিরাপত্তা দিতে না পারেন, শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে না পারেন, তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো আমাদের দেশ কোথায় আজকে গিয়েছে। শুধু ফেসবুক, ইউটিউব, পেপার পত্রিকা, টিভি চ্যানেলগুলো খুললে যেন দেখা যায় কোথায় কোন মায়ের কোল খালি হয়ে গেলো, কোথায় কোন মায়ের বুক ধরফর করতেছে তার মেয়ে ধর্ষণ হচ্ছে খবর শুনে, পুরো পরিবার ভেঙ্গে পড়তেছে মেয়ের চিন্তায়। তাই আমাদের দেশ শোষন করে যাচ্ছে ধর্ষণ নামে এই চিত্রটি এটি দ্রুত সমাধান করতে হবে। আর বাংলাদেশের আইন অনুযায়ী ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে যেন আর কেউ ধর্ষণ করতে গেলে দশবার চিন্তা করে নিজের বিবেকের সাথে। এমনটি বলতেছেন মানববন্ধনকারী শিক্ষার্থী,