সাইদ গাজী, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
সালথা-ফরিদপুর আঞ্চলিক সড়কের চৌরঙ্গীর মোড় এলাকায় কুজুরদিয়া মাদ্রাসার সামনে মাহিন্দ্র গাড়ি খাদে পড়ে এক প্রধান শিক্ষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত প্রধান শিক্ষকের নাম আসমা বেগম (৪০), সে ফরিদপুরের সালথা উপজেলার রাঙ্গারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সালথা উপজেলার আজলপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জলুল্লাহ আল আজাদের স্ত্রী ও জেলার নগরকান্দা উপজেলার মধ্য জগদিয়া এলাকার বাসিন্দা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে স্কুল থেকে ফরিদপুর ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, প্রতিদিনের মত বিদ্যালয়ের কার্যক্রম শেষ করে আসমা বেগম বিকেলে মাহিন্দ্র গাড়িতে ফরিদপুরে রওনা হন। পথি মধ্যে তাদের বহনকারী মাহিন্দ্র গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা প্রায় সবাই আহত হয়, গুরুতর আহত আসমা বেগমকে হাসপাতালে নেওয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অন্য যাত্রিদেরও হাসপাতালে ভর্তি করা হয়। নিহত আসমা বেগমের একমাত্র মেয়ে ঢাকার ভিকারুননিসা স্কুল এন্ড কলেজে অধ্যয়ন করছে।
একজন প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষকের স্ত্রীর মৃত্যুতে সালথা উপজেলায় কর্মরত শিক্ষদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করেছেন উপজেলা শিক্ষক সমিতি। শোক প্রকাশ কালে তারা অবৈধ মাহিন্দ্র গাড়ি বন্ধের দাবি জানিয়েছেন।
এই বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।