এম.এম কামাল।।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি সকাল ৯ টায় চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মাঠে প্রাণবন্ত উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এই ফ্যামিলি ডে উদযাপন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা। তিনি বক্তব্যে বলেন, আমরা খুবই কম ব্যস্ত সময় পার করি। কর্মব্যস্ততার কারণে পরিবারকে সময় দেওয়া তেমন হয়ে উঠে না। চাঁদপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। নেতৃত্ব তৈরীর একটি উর্বর জায়গা। আমাদের চাঁদপুর প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক এই সংগঠনেরই সদস্য। ফ্যামিলি ডে অনুষ্ঠান খুবই প্রাণবন্ত ছিল। আগামী দিনে ধারাবাহিকতা বজায় থাকবে।
চাঁদপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ লতিফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাওন পাটোয়ারীর পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জসিম মেহেদী, চাঁদপুর প্লেস ক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ, বাগাদী ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম সোহাগ, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, সাবেক সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহিন, দৈনিক প্রভাতি কাগজের সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, চাঁদপুর ফটো জানালিস্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলম পলাশ, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।
সকালে পরিবারের সদস্যদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা হয়। ছেলে ও মেয়েদের মধ্যে আলাদাভাবে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সদস্যদের অংশগ্রহণে সভাপতি একাদশ ও সাধারণ সম্পাদক একাদশের মধ্য প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। প্রীতি টুর্নামেন্টে সভাপতি একাদশ জয় লাভ করে।
ফ্যামিলি ডে অনুষ্ঠানে সর্বশেষ আকর্ষণ ছিল রেফেল ড্র প্রতিযোগিতা। র্যাফেল ড্র ছিল খুবই আকর্ষণীয়। ৱ্যাফেল ড্র বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। ফ্যামিলি ডে ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন সংগঠনের ক্রীড়া সম্পাদক আনোয়ারুল হক ও প্রতিষ্ঠাতা সদস্য কামরুল ইসলাম।
ফ্যামিলি ডে বাস্তবায়ন উদযাপন কমিটির আহবায়ক কে এম সালাহ উদ্দিন সদস্য সচিব গাজী আব্দুর রহমান এই উৎসবে সহযোগিতায় সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানের বিজয়ীদের মধ্য অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।