শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরে চাঞ্চল্যকর জোড়া খুন মামলার প্রধান আসামী এমদাদ মাষ্টারকে গ্রেপ্তার করেছে র্যাব ১৪ জামালপুর।
বুধবার (১২ ফেব্রুয়ারি) ভোর রাতে জামালপুর সদরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এমদাদ মাস্টার শেরপুর পৌর শহরের গৌরীপুর মহল্লার মরহুম আব্দুল আজিজের ছেলে।
র্যাব সুত্রে জানা গেছে গত বছরের ৯ সেপ্টেম্বর রাতে শেরপুর পৌরশহরের গৌরীপুর ও সজবরখিলা মহল্লাবাসীর মধ্যে আধিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে । এ সংঘর্ষে আশরাফুল আলম মিজানও আরিফুল ইসলাম শ্রাবণ নামে দুইজন খুন হয় । । এ ঘটনায় নিহত মিজানের মা মমতাজ বেগমও নিহত আরিফুল ইসলামের পিতা দেলোয়ার হোসেন বাদী হয়ে ৬০ জনকে আসামী করে শেরপুর সদর থানায় পৃথক দুইটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই আসামিদের কেউ কেউ আত্মগোপনে। কয়েকজন জামিনে ছাড়া পায়। আবার কয়েকজন হাজতেও রয়েছে। পলাতক আসামীদের আইনের আওতায় আনতে র্যাবের গোয়েন্দা তৎপরতায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর রাতে অভিযান চালিয়ে জোড়া খুন মামলার প্রধান আসামী এমদাদ মাস্টারকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী এমদাদ মাস্টারকে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবায়দুল আলম বলেন গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।