নিজস্ব প্রতিনিধি:-
অদ্য ২৮/০৪/২০২৫খ্রিঃ তারিখ জনাব মোঃ রবিউল হক, অফিসার ইনচার্জ, মতলব উত্তর থানা, চাঁদপুর এর সার্বিক দিক নির্দেশনায় এএসআই(নিঃ) মোঃ জসিম উদ্দিন সংগীয় ফোর্স সহ পরোয়ানাভুক্ত আসামী মোঃ সাইফুল ইসলাম (৩১), পিতা-মৃত সানাউল্লাহ সরকার, স্থায়ী: গ্রাম- সুগন্ধি (সরকার বাড়ী) , থানা- মতলব উত্তর, জেলা –চাঁদপুরকে গ্রেফতার করেন।
অদ্য ২৮/০৪/২০২৫খ্রিঃ তারিখ জনাব মোঃ আজিজুল ইসলাম, অফিসার ইনচার্জ, কচুয়া থানা, চাঁদপুর এর সার্বিক দিক নিদের্শনায় এএসআই(নিরস্ত্র)/শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ কচুয়া থানাধীন দেবীপুর এলাকা হতে পরোয়ানাভুক্ত আসামী- কাদের মিয়া(৩২), পিতা- মৃত আজ্জম মিয়া, সাং-দেবীপুর(গাজী বাড়ী), থানা-কচুয়া, জেলা-চাঁদপুরকে গ্রেফতার করেন।
অদ্য ২৮/০৪/২০২৫খ্রিঃ তারিখ জনাব মোহাম্মদ শাহ্ আলম পিপিএম-সেবা, অফিসার ইনচার্জ, ফরিদগঞ্জ থানা, চাঁদপুর এএসআই (নিঃ)/ অসীম সিংহ, এএসআই/সঞ্জয় চক্রবর্তী সঙ্গীয় ফোর্সসহ পরোয়ানামূলে ০৬ বছরের সাজাপ্রাপ্ত আসামী ০১। মোঃ আনোয়ার হোসেন, পিতা-মোঃ ইব্রাহিম মুন্সি, সাং-শাশীয়ালী (ইশাদি বাড়ী) থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর এবং ০২ বছর ০৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী ০২। শাকিব গাজী প্রকাশ শাকিল, পিতা-ইউসুফ গাজী, সাং-গোবিন্দপুর, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর, অত্র থানায় কর্মরত এএসআই(নিঃ)/শাকিল রানা সঙ্গীয় ফোর্সসহ শাশিয়ালী এলাকায় অভিযান পরিচালনা করে ০৪ মাসের সাজাপ্রাপ্ত আসামী ০৩। মোঃ মুকসুদ আলম, পিতা-মৃত আবুল হোসেন, সাং-শাশিয়ালী, পোঃ বালিথুবা দক্ষিন, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর, অত্র থানার এএসআই/মোঃ আহাল উল্যাহ সঙ্গীয় ফোর্সসহ ষোলদানা এলাকায় অভিযান পরিচালনা করে ০৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী ০৪। ইউসুফ রহমান, পিতা-কালা মিয়া বেপারী, সাং-ষোলদানা (হাসান আলী বেপারী বাড়ী), ডাকঘর-গোল ভান্ডার শরীফ ,থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর এবং এসআই(নিঃ)/মোহাম্মদ আমজাদ আলী চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ গাব্দেরগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত আসামী ০৫। মোঃ সজিব, পিতা-মিজানুর রহমান, গ্রাম-গাব্দেরগাঁও, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুরদের গ্রেফতার করেন।
অদ্য ২৮/০৪/২০২৫ খ্রিঃ তারিখ জনাব মোঃ সালেহ্ আহাম্মদ, অফিসার ইনচার্জ, মতলব দক্ষিণ থানা, চাঁদপুর এর সার্বিক দিক নিদের্শনায় এসআই(নিরস্ত্র)/জীবন চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ মতলব দক্ষিণ থানাধীন দক্ষিণ দিঘলদী এলাকায় ০২ (দুই) বছরের সশ্রম কারাদন্ড এবং নগদ ২,০০০/- (দুই হাজার) টাকা কারাদন্ড প্রাপ্ত আসামী মোঃ আতাউল্লাহ রাজু (২৭), পিতা- মোঃ ফজলুল হক মিয়াজী, গ্রাম- দক্ষিণ দিঘলদী, পোষ্ট- মুন্সিরহাট, থানা- মতলব দক্ষিণ, জেলা -চাঁদপুর এবং পরোয়ানাভুক্ত আসামী শুকেশ চন্দ্র দাস (৫৬), পিতা- মৃত সন্তোষ কুমার দাস, গ্রাম- আধারা (দাস বাড়ী), থানা- মতলব দক্ষিণ, জেলা -চাঁদপুরদ্বয়কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।