মোঃ আল-আমিন ইসলাম নীলফামারী প্রতিনিধি:
কালবৈশাখী ঝড়ের তান্ডবে নিঃস্বহীন সাধারণ খেটে খাওয়া মানুষরা যারা দুই বেলা দুই মুঠো রোজগার করে যে ঘরের মধ্যে এসে উঠে, সেই স্বপ্ন তাদের আজকে বেলিন হয়ে গেছে। গত দুইদিন ধরে কালবৈশাখী ঝড়ের তান্ডবে নীলফামারী জেলার বিভিন্ন উপজেলায়, ইউনিয়নে বসতবাড়ী, গাছ,বাস,সহ বিদ্যুতের তার ছিঁড়ে গিয়ে প্রায় গতদুদিন থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে জলঢাকা উপজেলার মানুষ।
শুধু তাই নয় আর কিছুদিন গেলে ভুট্টা, ধান, ঘরে তুলতো কৃষকরা এরমধ্যেই কালবৈশাখী ঝড়ের তান্ডবে ভেঙ্গে চুরে যায় ভুট্টা, ধান, সহ অনেক শস্য ক্ষেত। এবং রাস্তার সাইটে ভেঙ্গে পড়তেছে সরকারি ফরেস্টের গাছ, বড় গাছের ডাল, তাতে যেকোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। বিষয়টি নিয়ে সচেতন মহলের লোকজন বলতেছেন যেভাবে শিলাবৃষ্টি, সহ কালবৈশাখী ঝড় হচ্ছে এটি আগাম বন্যার আভাস বইছে উত্তরের জেলা নীলফামারীতে।