মোঃ আল-আমিন ইসলাম নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী ডোমার থানার অফিসার ইনচার্জ আরিফুজ্জামান আরিফের থানা প্রশাসনিক কার্যক্রম দিন দিন উন্নতির দিকে। এবং তিনি নীলফামারী জেলা ভেতর এ পর্যন্ত ডেভিল হান্টে সবচেয়ে বেশি আসামী ধরতে সক্ষম হয়েছেন বলে মনে করতেছেন ওই এলাকাবাসী। শুধু তাই নয় যে কোন বিষয়ে ওসি আরিফুল ইসলাম নিজেকে এবং তেনার থানা প্রশাসনকে সেভাবেই প্রস্তুত করে রেখেছেন যেখানে অন্যায় সেখানেই তিনি, শক্ত হাতে নির্মূল করে যাচ্ছেন মাদক, জুয়া, ছিনতাই, চুরি, ধর্ষণ, সহ সকল প্রকার অসামাজিক কাজকে। এবং অফিসার ইনচার্জ আরিফুল ইসলামের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন এত কিছু করার পরেও একটি পক্ষ আমার এই ন্যায় প্রতিষ্ঠা করতে দিচ্ছে না থানার ভিতরে। বিভিন্ন সময় ভিত্তিহীন, কথাবার্তা, এবং ভিত্তিহীন ফেসবুকে পোস্ট করে যাচ্ছেন ওই পক্ষটি। আমাকে যদি আপনারা সকলেই সহযোগিতা না করেন, তাহলে একা থানা প্রশাসন কোনদিন এগিয়ে যেতে পারবেনা, এজন্য সকলের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। তাহলে নির্মূল হবে সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ, সবকিছুই। ডোমার থানা নীলফামারী।