নিজস্ব প্রতিনিধি:-
বরগুনা জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে পুলিশ লাইন্স হাই স্কুলের আয়োজনে যে সকল শিক্ষার্থী পরীক্ষায় ভালো ফলাফল পেয়ে উত্তীর্ণ হয়েছেন। সে সকল কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সম্মানী ও সার্টিফিকেট প্রদান করেন বরগুনা জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ ইব্রাহিম খলিল মহোদয়। এই সময় অনুষ্ঠানে জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বরগুনা এবং অন্যান্য পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠান ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষক, শিক্ষার্থী বৃন্দ।