শরিফুল ইসলাম ভূঁইয়া
রামগঞ্জ, লক্ষ্মীপুর প্রতিনিধি
লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সাথে সাক্ষৎ শেষে রামগঞ্জ আগমন উপলক্ষে ১২ দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টির সভাপতি ২০১৮ সালের নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী শাহাদাৎ হোসেন সেলমকে রামগঞ্জে গণ সংবর্ধনা দেওয়া হয়েছে।
গতকার শুক্রবার বিকেলে রামগঞ্জ জিয়া অডিটোরিয়ামে এই সংবর্ধনা দেওয়া হয়।
রামগঞ্জ উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে পৌর বিএনপির আহবায়ক শেখ মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংবর্ধিত প্রধান অতিথি শাহাদত হোসেন সেলিম, বিশেষ অতিথির মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মনোয়ার হোসেন (জিএস মনোয়ার), যুগ্ম আহবয়ক নজরুল ইসলাম পিন্টু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তোফায়েল আহমদ,। উপজেলা বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান (ভিপি বাহার),
পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন বাচ্চু, উপজেলা যুবদলের আহবায়ক কবির হোসেন কানন প্রমুখ।
সংবর্ধিত অতিথি ১২ দলীয় জোটের মুখপত্র, বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টির সভাপতি শাহাদাত হোসেন সেলিম বলেন রামগঞ্জ উপজেলার মানুষ আপনারা আমার প্রাণ। আপনাদের ভালোবাসায় ও সংবর্ধনায় আমি কৃতজ্ঞ। তিনি বলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে রাজনৈতিক সকল কর্মকান্ড চলবে কোন চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি চলবে না। ২০১৮ সালে নির্বাচনে বিএনপি থেকে আমি ধানের শীষে মনোনীত প্রার্থী ছিলাম। আগামী নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর পক্ষে ধানের প্রতীক ভোটের জন্য মা মাটি মানুষের সঙ্গে মিশে দলের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করার আহ্বান জানান।