নিজস্ব প্রতিবেদক:-
ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন কদমতলী গোলচত্বর এলাকা* হতে একটি মিশুক অটোরিক্সা অজ্ঞাতনামা আসামীরা চুরি করে নিয়ে যায়। উক্ত ঘটনায় মিশুক অটোরিক্সা চালক বাদী হয়ে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন যার মামলা নং- ৪১, তারিখ- ১৯/০৪/২০২৫ খ্রি., ধারা- ৩৭৯ পেনাল কোড, ১৮৬০। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে ও চুরি যাওয়া মিশুক অটোরিক্সা উদ্ধারের জন্য অধিনায়ক, র্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
৩। এরই ধারাবাহিকতায় *গতকাল ১৯/০৪/২০২৫ তারিখ রাত অনুমান ২১:৩০ ঘটিকায়* উক্ত আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় *ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন নাগর মহলঘাট এলাকায়* একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে উল্লেখিত চুরি মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামী *মো: রাসেল (২৬),* পিতা- মো: আলী আকবর, সাং- লক্ষীপুর, থানা- মেঘনা, জেলা- কুমিল্লা’কে গ্রেফতার করে এবং তার দেওয়া তথ্য মতে চুরি যাওয়া মিশুক অটোরিক্সাটি উদ্ধার করা হয়।
৪। মিশুক অটোরিক্সা ও গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।