1. mosarofjss1@gmail.com : দৈনিক জনতার খবর ২৪ : দৈনিক জনতার খবর ২৪
  2. info@www.dainikjanotarkhabor24.online : দৈনিক জনতার খবর ২৪ :
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
*খুনসহ একাধিক মামলার আসামী ভান্ডারী বাবু ও সুইচ গিয়ার দিদার র‌্যাব-১০ কর্তৃক রাজধানীর কদমতলী এলাকায় গ্রেফতার।* চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে হেরোইনসহ কথিত ভূয়া সাংবাদিক গ্রেফতার বিশ্ব ধূমপানমুক্ত পরিষদের অভিষেক-২০২৫ অনুষ্ঠিত! গোপালগঞ্জে ৩০ বছর আওয়ামী লীগের সভাপতি, দুর্নীতি থেকে বাঁচার জন্য দল ছাড়ার দিনে ভাঙলেন নৌকা ভাস্কর্য নীলফামারী ডোমার থানার প্রশাসনের কার্যক্রম দুর্বার গতিতে এগিয়ে চলছে আইজিপি মেধাবৃত্তি -২০২৪ সালের বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের ক্রেস্ট, সম্মানী ও সার্টিফিকেট প্রদান বেতগ্রাম-পাইকগাছা-কয়রা সড়ক প্রশস্ত ও বাঁক সরলীকরণে জমি অধিগ্রহণে গাফিলতিতে ফেরত যাচ্ছে ৩৯ কোটি টাকা দিনাজপুরের বিরল ভারত হতে বাংলাদেশে পারাপারের সময় বিজিবি কর্তৃক ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ দুইজন আটক। মোজাম্মেল হক মজুর সুনাম ক্ষুন্নের অপচেষ্টা, রামগঞ্জে বিএনপির তীব্র প্রতিবাদ প্রিয়তমার সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত।

নওগাঁর বদলগাছীতে ছোট যমুনা নদীর তলদেশ থেকে অবৈধভাবে মাটি উত্তোলন, প্রশাসনের রহস্যজনক নীরবতা

উৎসবের আলো
  • প্রকাশিত: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

মোঃ সারোয়ার হোসেন অপু,
নওগাঁ জেলা প্রতিনিধি: 

সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের জাবারীপুরহাট সংলগ্ন ছোট যমুনা নদীর তলদেশ থেকে রাতের আঁধারে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ উঠেছে নালুকাবাড়ী গ্রামের ইব্রাহিম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, প্রতিনিয়ত স্কেভেটর মেশিন ব্যবহার করে নদীর তলদেশ থেকে মাটি কেটে ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে।

জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের ‘কাবিখা’ প্রকল্পের আওতায় গয়েশ উচ্চ বিদ্যালয়ের মাঠ ভরাটের জন্য সাড়ে ৮ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। এই বরাদ্দের ভিত্তিতে মাঠ ভরাটের কাজে ব্যবহারের জন্য পাশ্ববর্তী যমুনা নদীর তলদেশ থেকে অবৈধভাবে মাটি সংগ্রহ করা হচ্ছে।

এ বিষয়ে অভিযুক্ত ইব্রাহিম জানান, “আমি নদীর তলদেশ থেকে মাটি কাটিনি, আমি কেবল গাড়ি ও স্কেভেটর মেশিন ভাড়া দিয়েছি। প্রকৃতপক্ষে, মাটি কাটার কাজটি করছেন বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু।”

স্থানীয়দের অভিযোগ, মাটি কাটার বিষয়টি প্রশাসনকে একাধিকবার অবহিত করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তারা আরও জানান, দীর্ঘদিন ধরেই এই অবৈধ কার্যক্রম চলমান রয়েছে, তবুও প্রশাসন রহস্যজনকভাবে নীরব রয়েছে।

এ বিষয়ে বদলগাছী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংক্ষেপে বলেন, “আপনারা মামলা করেন।” তার এমন বক্তব্যে বিষয়টি এড়িয়ে যাওয়ার প্রবণতা স্পষ্ট হয়।

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনি জানান, “বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উল্লেখ্য, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২১ অনুযায়ী, নদীর পাড়, তলদেশ বা সরকারি-বেসরকারি জমি থেকে অবৈধভাবে মাটি বা বালু উত্তোলন দণ্ডনীয় অপরাধ। এ অপরাধে ছয় মাস থেকে দুই বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট