বিপুল রায় -কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে আরও একটি ইউনিয়ন পরিষদের গোডাউন সিল গালা করলেন উপজেলা নির্বাহী অফিসার।
বৃহস্পতিবার ২৭ মার্চ আনুমানিক রাত ১২টায় অভিযোগের আলোকে অভিযান চালিয়ে ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের গোডাউন সিল গালা করলেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ।
তথ্য অনুযায়ী জানাগেছে, একই ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত্যু বুদু শেখের ছেলে আব্দুল কুদ্দুস, দিগদারি গ্রামের মৃত্যু ইয়াছিন আলীর পুত্র আব্দুস সাত্তার এবং ঝাকুয়া বাড়ি গ্রামের হাছেন আলীর পুত্র মন্তাজ আলী সুবিধাভোগীদের নিকট থেকে তিন জনে মোট সাত শত চালের স্লিপ ক্রয় করেন।
এই সব স্লিপের চাল তুলতে আসলে, ভুয়া স্লিপ বলে তাদেরকে তারিয়ে দেয় ইউপি চেয়ারম্যান।
এ ব্যপারে ব্যবসায়ী আব্দুল কুদ্দুস বলেন,
বুধবার সুবিধাভোগীদের স্লিপের চাল বিতরণ করার সময় আমরা ব্যবসায়ীরা আমাদের কেনা স্লিপের চাল তুলতে চাইলে চেয়ারম্যানের লোকজন বলে,আপনাদের আগামীকাল চাল দেয়া হবে। কিন্তু পরের দিন বৃহস্পতিবার চাল তুলতে আসলে চেয়ারম্যান বলেন, আমাদের স্লিপ ভুয়া।
আব্দুস সাত্তার জানায়, চেয়ারম্যান বলেন, চাল বিতরণ শেষ গোডাউনে চাল নেই।
পরে সুবিধাভোগী ও স্থানীয় লোকজন ইউনিয়ন পরিষদ ঘেরাও করলে সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার থানা প্রশাসনের সহায়তায় গোডাউন পরিদর্শন করেন এ সময় গোডাউনে ১শত ৯বস্তা চাল সহ গোডাউনে তালা লাগিয়ে দেয়া হয়।
এ ব্যপারে ট্যাগ অফিসার সমাজ সেবা কর্মকর্তা জামাল হোসেন বলেন, অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ ১শত ৯বস্তা চাল সহ গোডাউন সিল গালা করেন, এবং যে সমস্ত স্লিপ চালের দাবি করে ইউপি চেয়ারম্যান ওই সব স্লিপ ভুয়া বলায় ইউএনও স্যার স্লিপ পরীক্ষা নীরিক্ষা করার জন্য নিয়ে আসেন।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম শফি বলেন, দাবিকৃত স্লিপ গুলো ভুয়া, এখনো ১শত ১০ জন সুবিধাভোগী চাল নেয়া বাকি আছে, সে সব চাল গোডাউনে আছে।