নিজস্ব প্রতিনিধি:-
বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতারসহ দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সবধরণের অপরাধীকে আটক করে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এবং ঈদের ছুটি শেষে ঢাকামুখী বিভিন্ন পেশাজীবী মানুষের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিতকল্পে র্যাব বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা ও ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণে কাজ করছে। র্যাবের এই অভিযান ও কার্যক্রম দেশের সকল মহলে প্রশংসিত হয়েছে।
২। ঈদের লম্বা ছুটিতে প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরতে শুরু করছে ঘরমুখী মানুষ। ফলে এই ছুটির সময়ে *রাজধানীর বিভিন্ন এলাকায় চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের প্রবনতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে অজ্ঞান পার্টি, প্রতারক দল, টানা পার্টি, মলম পার্টিসহ নানা ধরণের অপরাধীদের সক্রিয় থাকার* সম্ভাবনা রয়েছে। ঘরমুখো মানুষের যাত্রা যেন নির্বিঘœ হয়, সে জন্য রাজধানীর ব্যস্ততম বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) তৎপর রয়েছে।
৩। এরই পরিপ্রেক্ষিতে র্যাব-১০ আসন্ন ঈদ-উল-ফিতরের সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিবেচনা করতঃ *চুরি-ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড রোধে রোবাস্ট পেট্রোল এর পাশাপাশি সাদা পোশাকে র্যাব সদস্য মোতায়েন, বিশেষ বিশেষ রাস্তায় ও মোড়ে চেকপোস্ট স্থাপন, জাল টাকা বিস্তার রোধ ও শনাক্তকরণ এবং ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণে* প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এছাড়াও ফুট পেট্রোল ও সাইবার ওয়ার্ল্ডের নজরদারিতে র্যাব-১০ সদা তৎপর থাকবে।
৪। *পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে প্রায় পৌনে ২ কোটি মানুষ ঢাকা ছাড়বে। ঈদযাত্রায় সায়দাবাদ বাস টার্মিনাল হতে প্রায় ১২০০ বাসে প্রতিদিন প্রায় ৫০ হাজার মানুষ ঢাকা ছাড়ছে*। ঈদকেন্দ্রিক দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, ঈদের ছুটি শেষে ঢাকা মুখী বিভিন্ন পেশাজীবী মানুষের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত এবং চুরি-ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড রোধকল্পে *ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল, ডেমরা, যাত্রাবাড়ী, ধোলাইপাড়, শ্যামপুর, ওয়ারী, সদরঘাট লঞ্চ টার্মিনাল ও মাওয়া ঘাটসহ* বিভিন্ন এলাকায় নিরাপত্তা প্রদানের লক্ষ্যে র্যাব-১০ এর *১০ টি রোবাস্ট পেট্রোল টীম ও সাদা পোশাকে ১০ টি টীম* নিয়োজিত রয়েছে।
৫। ভ্রমণকালে নিজ ও পরিবারের সদস্যদের নিরাপত্তা বিবেচনায় রেখে জীবনের ঝুঁকি নিয়ে *অতিরিক্ত যাত্রী হয়ে বাসের ছাদে কিংবা ট্রাক, পিকআপসহ অন্যান্য পণ্যবাহী যানবাহনে একই সঙ্গে লঞ্চ-স্টিমার-স্পিডবোটসহ অন্যান্য নৌযানে* ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হল। ট্রেন যাত্রীদের প্রতি *ট্রেনের ছাদে, বাফারে, পাদানিতে ও ইঞ্জিনে ঝুঁকিপূর্ণ ভ্রমণ* থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হল। *অপরিচিত কোন ব্যক্তির কাছ থেকে খাবার কিংবা পানীয় গ্রহণ থেকে বিরত থাকার জন্য পরামশর্* প্রদান করা হল।
৬। সর্বোপরি ঈদকেন্দ্রিক ছুটিতে বিভিন্ন পেশাজীবী মানুষের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিতকরণ, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-১০ এর দায়িত্বপূর্ণ এলাকায় *রোবাস্ট পেট্রোল টিম ও সাদা পোশাকে র্যাব সদস্যগণ নিশ্ছিদ্র নিরাপত্তা* ব্যবস্থা জোরদারকরণে নিয়োজিত থাকবে।
৭। ঈদের সময় সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সড়কের শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে র্যাব-১০ এর *কন্ট্রোল ০১৭৭৭৭১১০৯৯-নম্বরে* যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।