নিজস্ব প্রতিনিধি:-
আজ ২৬শে মার্চ, ২০২৫ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। এই উপলক্ষে জেলা পুলিশ, বরগুনা ও জেলা প্রশাসন, বরগুনা যৌথভাবে বিভিন্ন কর্মসূচি পালন করেন। প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের শুভ সূচনা হয়। এরপর ভোর ০৬ঃ০০ ঘটিকায় পুলিশ সুপার জনাব মোঃ ইব্রাহিম খলিল মহোদয় , অতিরিক্ত পুলিশ সুপার বরগুনা মো: আব্দুল্লাহ আল মাসুদ (পিপিএম) ও জেলা পুলিশের অন্যান্য পদস্থ কর্মকর্তাগণ যথাক্রমে বরগুনা পৌর গণকবর ও শহীদ স্মৃতি স্তম্ভ পুষ্পস্তবক অর্পণ করেন। বরগুনা; জেলা প্রশাসন, বরগুনা ও বীর মুক্তিযোদ্ধাগণ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
অতঃপর সকাল ০৯.০০ ঘটিকায় পুলিশ সুপার ও জেলা প্রশাসক, বরগুনা মহোদয়গন বরগুনা স্টেডিয়াম মাঠে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভিডিপিসহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী ও শিশু-কিশোর সংগঠনের অংশগ্রহণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং অভিবাদন গ্রহনসহ কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী অনুষ্ঠানে অংশগ্রহন করেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করা হয়।