মোঃ আল-আমিন ইসলাম নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী জলঢাকা উপজেলা এক নং গোলমুন্ডা ইউনিয়নের সরকারি ভিজিএফ এর চাউল সুন্দর ও শৃঙ্খলা ভাবে পরিবেশন করা হয়। পরবর্তী সময়ে কোন একটি চক্র চেয়ারম্যান কে হেনস্থা এবং সম্মানহানি করার জন্য স্লিপ আটকে দিয়ে বলেন যে আমাদের চাউল দেয়া হয়নি। কিন্তু ঘটনা পুরোপুরি সত্য নয় যেখানে চেয়ারম্যান দুই দিন ধরে চাউল দেন এবং বলেন যাদের কাছে স্লিপ আছে তারা এসে তাদের প্রাপ্য চাউল ১০ বুঝিয়ে নিয়ে যান এরকমটি বার বার বলেন চেয়ারম্যান মিজানুর রহমান। কিন্তু কেউ আসেন না একটি মহল বিশৃঙ্খলা এবং চক্রান্ত করার জন্য এরকমটি করে। এবং বিভিন্ন মিথ্যা তথ্য, মিথ্যা কথা, বলে বেড়ান ইউনিয়নের আশেপাশে তারেই পরিপ্রেক্ষিতে এক নং গোলমুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মিজানুর রহমান আজকে রবিবার ২৩ শে মার্চ সারাদিন তিনি স্লিপের অপেক্ষায় থাকেন কিন্তু জমা হয় প্রায় ৪০ টার মত। তিনি স্বীকার করেন যে স্লিপ দিলে আমি তার ঘরে চাউল পৌঁছে দেবো ইনশাল্লাহ। কিন্তু আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা, মিথ্যা কথার তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাই। এ বিষয়ে মিজানুর রহমান বলেন আমি এবং আমার ইউনিয়ন পরিষদ দুর্নীতিমুক্ত এখানে যারা সিন্ডিকেট করতে চায় ঠিক তারাই দুর্নীতিগ্রস্ত।
এবং আমার সম্মানী করার জন্য এরকমটি করতেছে আর কি। তবে এ বিষয়ে সচেতন মহল বলেন যে ঘটনাটি আসলেই পুরোপুরি সত্য নয়, এটি একটি চক্রান্ত মহল চেয়ারম্যান কে, এবং ইউনিয়ন পরিষদকে নিয়ে দীর্ঘদিন থেকে কৌতুহল করে আসতেছে ঠিক তারাই এই মিথ্যা এবং ভিত্তিহীন কথা বলে বিভিন্ন জায়গায় বেড়াচ্ছে। তবে এক নং গোলমুন্ডা ইউনিয়নের জনসাধারণ মানুষ বলে আমরা সুন্দরভাবে সরকারি উপহারের ১০ কেজি করে চাউল পেয়েছি, চেয়ারম্যান মিজানুর রহমান আমাদের ডেকে নিয়ে গিয়ে দিয়েছেন। ধন্যবাদ জানিয়েছেন মিজানুর রহমান চেয়ারম্যান কে জনসাধারণ ও সচেতন মহলের মানুষজন।