1. mosarofjss1@gmail.com : দৈনিক জনতার খবর ২৪ : দৈনিক জনতার খবর ২৪
  2. info@www.dainikjanotarkhabor24.online : দৈনিক জনতার খবর ২৪ :
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব ধূমপানমুক্ত পরিষদের অভিষেক-২০২৫ অনুষ্ঠিত! গোপালগঞ্জে ৩০ বছর আওয়ামী লীগের সভাপতি, দুর্নীতি থেকে বাঁচার জন্য দল ছাড়ার দিনে ভাঙলেন নৌকা ভাস্কর্য নীলফামারী ডোমার থানার প্রশাসনের কার্যক্রম দুর্বার গতিতে এগিয়ে চলছে আইজিপি মেধাবৃত্তি -২০২৪ সালের বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের ক্রেস্ট, সম্মানী ও সার্টিফিকেট প্রদান বেতগ্রাম-পাইকগাছা-কয়রা সড়ক প্রশস্ত ও বাঁক সরলীকরণে জমি অধিগ্রহণে গাফিলতিতে ফেরত যাচ্ছে ৩৯ কোটি টাকা দিনাজপুরের বিরল ভারত হতে বাংলাদেশে পারাপারের সময় বিজিবি কর্তৃক ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ দুইজন আটক। মোজাম্মেল হক মজুর সুনাম ক্ষুন্নের অপচেষ্টা, রামগঞ্জে বিএনপির তীব্র প্রতিবাদ প্রিয়তমার সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত। সালথায় বিএনপির দুইগ্রুপের সংঘর্ষে মহিলাসহ আহত-২৫ বাড়িঘরে হামলা ভাংচুর নওগাঁর মান্দায় সাংবাদিকের বাড়িতে বিএনপি নেতার হামলা আহত-৪

সাদা ফুলের কালো বীজে ভাগ্যবদল কুষ্টিয়ার তালেবের

উৎসবের আলো
  • প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

হৃদয় রায়হান কুষ্টিয়া জেলা প্রতিনিধি

গ্রামীণ সড়কের পাশে জিকে প্রকল্পের নালা। দূর থেকে দেখা যাচ্ছে, বাতাসে দোল খাচ্ছে সাদা সাদা ফুল। কাছে গিয়ে বোঝা গেল, এগুলো পেঁয়াজের ফুল। এই সাদা ফুলগুলো শুকিয়ে কিছুদিন পর বের হবে কালো বীজ। বাজারে এগুলোর ব্যাপক চাহিদা, পাওয়া যায় ভালো দাম। এই বাগানের মালিক কৃষক আবু তালেব। তিনি সেখানে তিনটি প্লটে প্রায় ১৯ বিঘা জমিতে পেঁয়াজের বীজ চাষ করেছেন। নানা বয়সী নারী-পুরুষ শ্রমিক পরিচর্যা ও হাতের সাহায্যে পরাগায়ন করছেন। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হোগলা গ্রামে গিয়ে এ দৃশ্য দেখা যায়। আবু তালেব ওই গ্রামের ছেলে। তিনি চাকরি ছেড়ে পেঁয়াজের বীজ চাষ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। চলতি মৌসুমে প্রায় ১৯ বিঘা জমিতে সুপার কিং, লালতীর কিং ও হাইব্রিড জাতের পেঁয়াজের বীজ চাষ করেছেন তিনি।

আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে ৩৮ থেকে ৪০ মণ বীজ উৎপাদন হবে তালেবের। এর বাজারমূল্য ৪০ থেকে ৪২ লাখ টাকা। খরচ বাদে ২০ থেকে ২২ লাখ টাকা মুনাফা সম্ভব হবে বলে জানিয়েছেন এই কৃষক। ফলন বৃদ্ধি ও বীজের গুণগত মান রক্ষায় জমিতে সেচ প্রদান, মৌ বাক্স স্থাপন ও হাতের মাধ্যমে পেঁয়াজ ফুলের পরাগায়ন নিশ্চিত করেন তিনি। তালেবের ভাষ্য, রোপণ করা পেঁয়াজ, পরিচর্যা, জমির ইজারাসহ প্রতি বিঘায় খরচ লেগেছে ৮০ হাজার থেকে ১ লাখ টাকা। সব মিলে ১৯ বিঘা জমিতে বীজ চাষে তাঁর খরচ হয়েছে ১৮-২০ লাখ টাকা। আবহাওয়া অনুকূলে থাকলে ১৫-২০ দিন পর বীজ ঘরে তুলবেন তিনি। প্রতি বিঘায় গড়ে দুই মণ করে ১৯ বিঘায় ৩৮-৪০ মণ ফলনের প্রত্যাশা তাঁর। প্রতি কেজি বীজ বিক্রি হয় আড়াই হাজার টাকায়।

কথায় কথায় আবু তালেব বলেন, ১৯৯৫ সালে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। পরে চাকরি ছেড়ে ওই বছরই ১৬ শতাংশ জমিতে পেঁয়াজ বীজ চাষ শুরু করেন। সেখান থেকে অল্প অল্প করে চাষ শেখা ও স্বপ্ন বোনা। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এক বিঘা, দুই বিঘা করে বাড়তে থাকে তাঁর বীজ চাষ। ২০০৩ সালে প্রায় ৭ বিঘা জমিতে বীজ চাষ করে বেশ লাভের মুখ দেখেন। এরপর গত বছর ১১ বিঘা জমিতে প্রায় ১৮ মণ বীজ উৎপাদন করে প্রায় ২৫ লাখ টাকায় বিক্রি করেছিলেন। ফলন বৃদ্ধি ও বীজের গুণগত মান রক্ষায় জমিতে সেচ প্রদান। পেঁয়াজের বীজ চাষে লাভও বেশি, ঝুঁকিও বেশি বলে ভাষ্য আবু তালেবের স্ত্রী আম্বিয়া খাতুনের। তিনি বলেন, মাঠ থেকে ফুল কেটে বাড়িতে এনে প্রথমে রোদে শুকানো হয়। এরপর মেশিনে মাড়াই করে পানি দিয়ে ধুয়ে আবার শুকিয়ে প্লাস্টিকের কনটেইনারে মজুত করা হয়। বপনের সময় কৃষকেরা চাহিদামতো ন্যায্য মূল্যে বাড়ি থেকে বীজ কিনে নিয়ে যায়।

স্থানীয় কৃষক করিম মণ্ডল বলেন, আবু তালেব তাঁর জমি ইজারা নিয়ে বীজ চাষাবাদ করছেন। গাছ ও ফুল ভালো হয়েছে। ভালো ফলন হলে আগামী বছর ১০ কাটা জমিতে তিনিও এমন চাষাবাদ করবেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাইসুল ইসলাম বলেন, ঝুঁকিপূর্ণ হলেও পেঁয়াজের বীজ চাষ করে সফল হয়েছেন কৃষক আবু তালেব। তিনি বলেন, চলতি মৌসুমে প্রায় ১৯ হেক্টর জমিতে পেঁয়াজ বীজের চাষাবাদ হয়েছে। কৃষকদের বীজ চাষে উদ্বুদ্ধ করতে নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে। বীজ উৎপাদন বাড়লে কৃষকেরা আর্থিকভাবে লাভবান হবেন।

২১/০৩/২০২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট