নিজস্ব সংবাদদাতা:-
গত ২৬/০২/২০২৫ তারিখ সকাল অনুমান ০৮.৩০ ঘটিকার সময় ভিকটিম (২২) রঙের খালি ড্রাম আনার জন্য আসামী মো: আলমগীর (২৫) এর বাসায় উপস্থিত হলে আসামী স্ত্রী-সন্তান না থাকার সুবাদে আসামী ভিকটিমকে রাজধানীর হাজারীবাগ থানার বোরহানপুর কাজীরবাগ লেন এলাকার একটি ভাড়া বাসায় নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। ভিকটিম ডাকচিৎকার ও ধস্তাধস্তি করে আসামীর কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। পরবর্তীতে গত ২৮/০২/২০২৫ তারিখ সকাল অনুমান ০৫.০০ ঘটিকার সময় ভিকটিমের পিতা, মামা ও মামী বিষয়টি নিয়ে আসামীর সহিত কথা বলতে গেলে আসামী আলমগীরসহ অপরাপর আসামীগণ তাদেরকে মারধর করে জখম করে।
২। উক্ত ঘটনায় ভিকটিম (২২) নিজে বাদী হয়ে ডিএমপি, ঢাকার হাজারীবাগ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার বিষয়টি জানতে পেরে উল্লেখিত ঘটনায় জড়িত আসামী আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখিত ধর্ষণে জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
৩। এরই ধারাবাহিকতায় অদ্য ১৮/০৩/২০২৫ তারিখ দুপুর অনুমান ১৫.০০ ঘটিকায় র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানীর লালবাগ থানা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ডিএমপি, ঢাকার হাজারীবাগ থানার মামলা নং- ০২, তারিখ- ০১/০৩/২০২৫, ধারা- ৯(৪)(খ) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০); তৎসহ ১৪৩/৩২৩/৩০৭ পেনাল কোড, ১৮৬০ এর এজাহারনামীয় পলাতক আসামী মো: আলমগীর (২৫), পিতা- মো: বাদশা, সাং- কাজীরবাগ লেন, থানা- হাজারীবাগ, ডিএমপি, ঢাকা’কে গ্রেফতার করে।
৪। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।
*শামীম হাসান সরদার*
সহকারী পুলিশ সুপার
সহকারী পরিচালক (মিডিয়া)
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০
অধিনায়কের পক্ষে
মোবাইল-০১৭৭৭-৭১১০০৮