নওগাঁ প্রতিনিধি
শাফিউল ইসলাম রকি
নওগাঁ জেলার মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। সরকার প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে প্রতিটি সুবিধাভোগী পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করে থাকে।
মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ৯টায় চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। এতে উপস্থিত ছিলেন ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম. গোলাম আজম। এছাড়া ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক জয়বুল হোসেন এবং স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
চাল সংগ্রহ করতে আসা রহিমা বেগম (৬০) বলেন, “আমাদের মতো গরিব মানুষের জন্য এই চাল অনেক উপকারে আসে। ঈদের আগে কিছু খাবার নিশ্চিত হওয়ায় আমরা একটু স্বস্তিতে থাকি।”
অনেক সুবিধাভোগী মনে করেন, নিয়মিতভাবে এমন সহায়তা পেলে তাদের দুঃখ-কষ্ট কিছুটা লাঘব হবে। তারা আশা করেন, ভবিষ্যতেও এই উদ্যোগ অব্যাহত থাকবে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম. গোলাম আজম বলেন, “সরকার প্রতি বছর দরিদ্র ও অসহায় মানুষের জন্য চাল বরাদ্দ দেয়। তারই অংশ হিসেবে আমাদের ইউনিয়নে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। আমরা নিশ্চিত করছি, প্রতিটি সুবিধাভোগী যেন সঠিকভাবে এই সহায়তা পায়।”
তিনি সকল সুবিধাভোগীকে শৃঙ্খলার সাথে চাল গ্রহণের অনুরোধ জানান এবং ভবিষ্যতেও সরকারের এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।