মোঃফয়সাল হোসেন, রাজশাহী জেলা প্রতিনিধি :-
রাজশাহীর মোহনপুরে ব্যাটারিচালিত একটি ভ্যানের জন্য চালককে খুন করা হয়েছে। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার দিবাগত রাতে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলার মোহনপুর থানা-পুলিশ যৌথভাবে চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত চারজন হলেন মোহনপুর উপজেলার ৩নং রায়ঘাটি ইউনিয়নের তিলাহারী পূর্বপাড়া গ্রামের লায়েক আলীর ছেলে হাবিবুর রহমান ওরফে আরিফ (২৬), একই গ্রামের পশ্চিমপাড়া ইসলামের ছেলে শয়ন ইসলাম (২৮), রাজশাহী নগরের বুলনপুর ঘোষপাড়া গ্রামের দিপক সাহার ছেলে দেবর্শিষ সাহা (২২) ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলীনগর বুধপাড়া গ্রামের সাম মোহাম্মদের ছেলে আনোয়ার হোসেন (৩০)। গত ২৫ ফেব্রুয়ারি মোহনপুর উপজেলার বড়াইল গ্রামের একটি পুকুর থেকে আবদুল মালেক (৪২) নামের এক ভ্যানচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ নিয়ে মোহনপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়। পরে খুনের রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করে পুলিশ।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, গত ২১ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন ভ্যানচালক মালেক। সেই নিখোঁজের রাতে আসামিরা কোমল পানীয়র সঙ্গে অতিরিক্ত ঘুমের ওষুধ খাইয়েছিলেন ভ্যান চালক মালেক কে, তারপরও মালেকের ঘুম না এলে তাঁরা তাঁকে শ্বাসরোধে হত্যা করেন। এরপর তাকে পুকুরের পানিতে পুতে রাখে তাঁর ভ্যানটি নিয়ে গিয়ে বিক্রি করে দেন। তখ্য অনুযায়ে ওই ভ্যানের জন্য খুন করা হয় চালক মালেককে।
ওসি জানান, অভিযানে ভ্যানটি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারের পর আসামিরা এই খুনের ঘটনা স্বীকার করেছেন। এরপরও আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতেও রাজি হয়েছেন তাঁরা।