মিজানুর নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়ার নির্দেশে সহকারি কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক ইট ভাটাকে ১ লক্ষ টাকা অর্থ দন্ড প্রদান করেছেন।
মঙ্গলবার (৪ মার্চ) বিকালে উপজেলার মৈনম ইউপির জলছত্র মোড় এলাকায় অবস্থিত এ.এম.বি ব্রিকস নামে ইট ভাটাকে এ অর্থ দন্ড প্রদান করা হয়।
জানাগেছে,ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ধারা ৪ লঙ্ঘণে ১৪ ধারা মোতাবেক ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) এ অভিযান পরিচালনা করেন।
এ অভিযানে সহযোগিতা বাংলাদেশ সেনাবাহিনী, মান্দা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল।
আরো জানাগেছে,ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে। এ প্রসঙ্গে ইউএনও মোঃ শাহ আলম মিয়া বলেন, মান্দা উপজেলার প্রত্যেকটি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালিত হবে এবং আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।