নিজস্ব প্রতিনিধি:-
“আমরা একত্রে কাজ করার স্মৃতিকে লালন করি”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে চাকরি করা এবং দীর্ঘদিন সুনামের সহিত খাগড়াছড়ি পার্বত্য জেলায় কর্তব্যরত জনাব আবু জাফর মোঃ ছালেহ্, সহকারী পুলিশ সুপার (মাটিরাঙা সার্কেল) এর অবসরজনিত বিদায়ে খাগড়াছড়ি জেলা পুলিশের পক্ষ থেকে মহোদয়কে বিদায়ী শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।
আজ ১লা মার্চ, ২০২৫খ্রি: (রোজ-শনিবার) খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপারের কার্যালয়, সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে জেলা পুলিশের চৌকস এই কর্মকর্তাকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশের পক্ষ থেকে “বিদায়ী সম্মাননা স্মারক” প্রদান করেন জনাব মোঃ আরেফিন জুয়েল, পুলিশ সুপার, খাগড়াছড়ি পার্বত্য জেলা মহোদয়।
আয়োজিত এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-জনাব মোঃ মিজানুর রহমান পিপিএম (সেবা), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব শেখ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); জনাব মোঃ তফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (খাগড়াছড়ি সদর সার্কেল); জনাব অমিত কুমার দাশ, সহকারি পুলিশ সুপার (মানিকছড়ি সার্কেল); জনাব সৈয়দ মুমিদ রায়হান সহকারী পুলিশ সুপার সহ জেলা পুুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।