কুমিল্লা থেকে সালমা :
ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা উপজেলা বায়েক ইউনিয়ন ৯ নং ওয়ার্ড এর পুটিয়া সিমান্ত বর্তী এলাকায় বিএস এফ এর গুলিতে আল আমিন নামে এক যুবক নিহত হয়, জানা যায় পুটিয়া সীমান্তে রাত ৭:৩০ মি, বাংলাদেশী কিছু সংখক লোক ভারতীয় চিনি আনতে গেলে বিএস এফ গুলি করে, সাথে সাথে আলআমিন মাটিতে পরে যায়, এর পর বিএস এফ ওই যুবকের লাশ নিয়ে যায় ভারতের ভিতরে,এই ঘটনায় পুটিয়া সীমান্তে উত্তেজনা বিরাজ করছে , ওই এলাকায় ভিবিন্ন মাদক সম্রাটদের জন্য বিগত দিনে ও অনেক লাশ পরেছে, এ বিষয়ে অনেক সচেতন লোক জানায় যে বিগত দিনে আওয়ামী লীগ এর দুসর ও মাদক সম্রাট হিসেবে পুটিয়া, খদলা, শ্যামপুর, এর কয়েকজন লোক গত ৩/৪ বছরে কোটিপতি হয়েছে, আর তাদের লেভার হিসেবে কাজ করতে গিয়ে অনেক অর্থের লোভ দেখিয়ে সীমান্তে নিয়ে যায়, এর পর অনেক মিডিয়া নিউজ করেছে এদের বিরুদ্ধে প্রশাসন নিশ্চুপ , বিজিবির কোন ভুমিকা নেই, আর পুলিশ ও কোন মাদক সম্রাটদের বিরুদ্ধে একশন নেয়নি, পুটিয়া গ্রামের, টিটু, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাএলীগ সাধারণ সম্পাদক মো: রনি সে মাদক সম্রাট ও মানব পাচার করে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে দলের প্রভাব দেখিয়ে, নাজিম খা,মো: মন্জিল ওরফে মন্জু, মো: বজলু, মো: নুরুজ্জামান উরফে ল্যাংরা নুরু, মো: মাইন উদ্দিন এরা এদের কারনে বহু মায়ের বুক খালি হয়েছে, না জানি আরো কতো মায়ের বুক খালি হয়, এলাকা বাসী এখন হতাশার মধ্যে আছে, আইন শৃঙ্খলা বাহিনীর কোন ভুমিকা নেই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার, গত ২৮ তারিখে আল আমিন কে বিএস এফ গুলি করার পর ও টিটু ভারত থেকে গরু নামিয়ে আনে এমন অভিযোগ এলাকা বাসীর, এখন ব্রাহ্মণবাড়ীয়া পুলিশ সুপার ও কসবা থানা পুলিশের সুদৃষ্টি কামনা করেন এলাকার নিরিহ মানুষ গুলো, মাদকদ সম্রাটের বিরুদ্ধে অতী জরুরী জেন পুলিশ প্রশাসন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।