নিজস্ব সংবাদদাতা:-
জনাব মোঃ আজিজুল ইসলাম, অফিসার ইনচার্জ, কচুয়া থানা, চাঁদপুর এর সার্বিক দিক নিদের্শনায় এএসআই/ রিয়াদ সরকার সঙ্গীয় ফোর্সসহ কচুয়া থানাধীন তেতৈয়া এলাকায় হইতে গ্রেফতারী অভিযানে পরিচালনা করিয়া জিআর-৬৫১/২৩, এর পরোয়ানাভূক্ত আসামী ১। মোঃ আসাদ প্রঃ আব্দুল্লাহ(২২), পিতা-মোঃ সফি উল্লাহ, সাং-তেতৈয়া(মান্নান মেম্বারের বাড়ী) , থানা-কচুয়া, জেলা-চাঁদপুরকে গ্রেফতার করেন।
এএসআই/ আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ কচুয়া থানাধীন লতিফপুর এলাকায় হইতে গ্রেফতারী অভিযানে পরিচালনা করিয়া নারী শিশু মামলা নং-২৫৫/২৩, ধারা-১১(গ)/৩০ এর পরোয়ানাভূক্ত আসামী ১। শাহিনা বেগম, স্বামী-কামাল উদ্দিন, সাং-লতিফপুর , থানা-কচুয়া, জেলা-চাঁদপুরকে গ্রেফতার করেন।
অদ্য ২৭/০২/২০২৫ খ্রিঃ তারিখ এসআই(নিঃ)/ মোঃ নাজিম উদ্দিন ও পিএসআই মোঃ আশরাফুল আলম সঙ্গীয় ফোর্সসহ জিআর পরোয়ানা ভুক্ত আসামী মোঃ সোহেল রহমান বেপারী, পিতা- রুস্তম আলী বেপারী, সাং- চরপোড়ামুখী, (বেপারী বাড়ী), থানা- হাইমচর, জেলা- চাঁদপুরকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদের কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।