মোঃ আল আমিন ইসলাম নীলফামারী প্রতিনিধি:
অমর ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের স্বাধীকার অর্জনের এক শুভ সূচনা। এরই পথ ধরে অর্জিত হয়েছে স্বাধীনতা, সৃষ্টি হয়েছে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র “বাংলাদেশ”। আমরা পেয়েছি মায়ের ভাষায় কথা বলার অধিকার। বিশ্বের দরবারে সমাদৃত হয়েছে বাংলা ভাষা, রূপ নিয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। জলঢাকা থানা প্রশাসনের পক্ষ থেকে থেকে গভীর শ্রদ্ধা জানাই সেই সকল শহীদদের যাদের আত্মত্যাগের ফসল আজ আমরা ভোগ করছি। একই সাথে তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।
জলঢাকা থানা অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন বলেন আমি যেন সত্য ও ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে নিজেকে বিলিয়ে দিতে পারি। আমার জন্য জলঢাকা উপজেলা বাসি আপনারা সকলেই দোয়া করবেন আমার থানা থেকে সকল ধরনের অনিয়ম, দুর্নীতিবাজ, মাদক, টেন্ডারবাজ, সব শক্ত হাতে তুলে দেবো ইনশাল্লাহ। আপনাদের সকলের সহযোগিতা আমাদের একান্ত কাম্য।
আরজু মোঃ সাজ্জাদ হোসেন
অফিসার ইনচার্জ জলঢাকা নীলফামারী।