মোঃ আল আমিন ইসলাম
বিশেষ প্রতিনিধি:
বগুড়া জেলার ধুনট থানার মহিশুরা গ্রামের প্রতারক শাফিকুল কাছ থেকে সবাই সাবধান থাকার জন্য অনুরোধ করেছেন তার ভুক্তভোগী স্ত্রী মিম আক্তার।
বগুড়া জেলার ধুনট থানা মহিশুরা গ্রামের প্রতারক শাফিকুল ইসলাম দীর্ঘ তিন বছর থেকে অবৈধভাবে অসহায় মীমকে বিয়ে করার আশ্বাস দিয়ে আসতেছে প্রতারক শরিফুল। কিন্তু করছে না বিয়ে এমন কি তাদের একটি ছেলে সন্তান হয়েছে বলে জানান ভুক্তভোগী স্ত্রী মামী মিম আক্তার, আরো জানায় এই প্রতারক শফিকুল বিভিন্ন জায়গায় বিয়ে করে ছয় মাসড় এক বছর থাকার পর টাকা স্বর্ণপাঁতি নিয়ে চলে যায় হঠাৎ এ উধাও হয়ে চলে যান আরেকটি জায়গায় প্রতারণা করার জন্য। এবং থেমে নেই এখনো এভাবেই বিভিন্ন, বিভিন্ন জায়গায় বিয়ে করে টাকা পয়সা স্বর্ণপাতি, নিয়ে উধাও। এবং ভুক্তভোগী স্ত্রী জানান সে আমার বাচ্চাকে চুরি করে নিয়ে গেছে কোথায় রেখেছে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। এবং আমাকে ফোন করে বিভিন্ন হুমকি দেখে আমার কাছে তিন লক্ষ টাকা চেয়েছে মোবাইল ফোনের মাধ্যমে। এবং আমার মোবাইল ফোনে মেমোরি কার্ড না থাকার কারণে রেকর্ড করতে পারেনি প্রতারক শফিকুলের বিভিন্ন ষড়যন্ত্রমূলক কথাবাত্রা। কিন্তু সাক্ষী রয়েছে হাজার হাজার মানুষ, এই প্রতারক শফিকুল এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি আমি একজন তার ভুক্তভোগী স্ত্রী মিম আক্তার। সে যেন এরকম আর প্রতারণা কারো সাথে করতে না পারে ধুনট উপজেলা বগুড়া।