নিজস্ব প্রতিবেদক:-
এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে অধ্যাপক মামুন মাহমুদকে ফুল এবং ক্রেস্ট উপহার দিয়ে শুভেচ্ছা জানান।
মত বিনিময়ের সময় সাংবাদিক নেতৃবৃন্দ তাদের বিভিন্ন প্রত্যাশার কথা তুলে ধরেন। অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে জেলা বিএনপির সকল ইতিবাচক কর্মকাণ্ডে সাংবাদিক নেতৃবৃন্দ পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি দেন।
অধ্যাপক মামুন মাহমুদ বলেন, তিনি মানুষের স্বস্তির জন্য, শান্তির জন্য কাজ করে যাবেন। জনগণকে সঙ্গে নিয়ে, জনগণের সঙ্গে থেকে তিনি নতুন বাংলাদেশ গঠনে তারেক রহমানের নির্দেশিত পথে চলবেন।
তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান যেন সাংবাদিকরা স্বাধীনভাবে এবং নির্ভয়ে সকল সত্য তুলে ধরেন।