নিজস্ব প্রতিনিধি:-
জেলা গোয়েন্দা শাখা,চাঁদপুরের এসআই (নিঃ)/জালাল উদ্দিন ভূঁইয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ১৬/০২/২০২৫খ্রিঃ তারিখ চাঁদপুর জেলার সদর মডেল থানাধীন পৌরসভার ৩নং ওয়ার্ড হতে ৪০ (চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামী সোহেল বেপারী (২৮), পিতা-ফজল বেপারী, মাতা-রাশিদা বেগম, সাং-মধ্যম শ্রীরামদী, ২নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা, থানা ও জেলা-চাঁদপুরকে গ্রেফতার করেন।
জেলা গোয়েন্দা শাখা, চাঁদপুরের এসআই (নিঃ)/মাজহারুল হক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অদ্য ১৫/০২/২০২৫খ্রিঃ তারিখ চাঁদপুর সদর মডেল থানাধীন শাহ মাহমুদপুর এলাকা হতে পরোয়ানাভুক্ত আসামী সবুজ কারী, পিতা-মৃত বিল্লাল কারী, সাং-বড় শাহতলী, শাহমাহমুদপুর ইউনিয়া, থানা ও জেলা-চাঁদপুরকে গ্রেফতার করেন।
ইং ১৫/০২/২০২৫ তারিখ শাহরাস্তি থানাধীন সূচীপাড়া উত্তর ইউপিস্থ সূচীপাড়া(বাইল্যাতলী) সাকিন হতে এসআই (নিঃ)/মোঃ মনিরুজ্জামান ভূইয়া সঙ্গীয় ফোর্সসহ আসামী মোঃ শান্ত (২২), পিতা-মোঃ আবুল খায়ের ভূট্টো, সাং-সূচীপাড়া (দিঘির পাড়), থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুরকে ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০০ (দুইশত) গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন।
অদ্য ১৬/০২/২০২৫খ্রিঃ তারিখ জনাব এম. আবদুল হালিম, অফিসার ইনচার্জ, কচুয়া থানা, চাঁদপুর এর সার্বিক দিক নিদের্শনায়, এএসআই/ মফিজুল ইসলাম-১ সঙ্গীয় ফোর্সসহ কচুয়া থানার মথুরাপুর এলাকা হতে ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০,১৬,৭২৫/-টাকা অর্থ দন্ডে দন্ড প্রাপ্ত আসামী ১। মোঃ নাছির উদ্দিন(৩২), পিতা- মোঃ আমিন উদ্দিন, সাং- মথুরাপুর(মিঝি বাড়ী) পোঃ আশ্রাফপুর, থানা-কচুয়া, জেলা-চাঁদপুরকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।