থানচি (বান্দরবান) প্রতিনিধি :
পাহাড়ি এলাকাতে কয়েক দিনের তিব্র শীত বেড়ে বিপর্যস্ত জনজীবন।
জানুয়ারি ফেব্রুয়ারি কয়েক দিনে তিব্র শীত করেছে, বাড়ছে পাহাড়ের গ্রমাঞ্চলে। দুর্গম পাহাড়ি এলাকাতেও ঘন কুয়াশা কনকনে ঠান্ডা বাতাসে ব্যাহত জনজীবন। মেজে উঠেছে ঋতু পালাবদলের প্রকৃতিও, শীতের সকালে চারপাশ ঘন কুয়াশা ঢাকা। বেঁধেছে পাহাড়ের উপর চাদর ঢাকা।
একই সাথে বিপাকে পড়তে হয়েছে জুমে খাওয়া স্বল্প আয়ের সাধারণ মানুষগুলো।
এক মুঠোয়ের জন্যে বেরিয়ে যেতে বাধ্য কাজে রোজ শীতের ঘন কুয়াশায়। এখানে রয়েছে নানান পেশা জনজীবন, তবে বেশি ‘র’ ভাগ জুম চাষের উপর নির্ভশীল শতাধিক মানুষ।
আর এদিকে তিব্র শীতে ও ঘন কুয়াশায় রোজ সকাল কাজে বেরিয়ে যেতে পারছে না জুম চাষিরা।
সূর্যে তাপের অপেক্ষায় করে রোজ শীতের সকালে পোহাচ্ছে চাদরের মাঠ পেরোলে রোদের আগুনে, তেমনি বয়স্কদের দলনীয় কেউ কেউ আনন্দ মজার গল্প বলে, কেউ কেউ রূপে গল্প ও কেউ কেউ নিজের আত্ম জীবন কাহিনী কথা। জমছে গল্পে মজাও বতে। এভাবেই কেটে যায় সকাল তিব্র শীতের সঞ্চয়।